কূটনৈতিক রিপোর্টার: মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার হুমকিকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার এক বার্তায় দূতাবাসের মুখপাত্র বলেন, রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি বিষয়ক উদ্বেগের কথা যথানিয়মে আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি। কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশন অনুযায়ী মার্কিন কূটনৈতিক মিশন এবং এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের। মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফরিদুল আলমের একটি বক্তব্যের বিষয়ে মার্কিন দূতাবাস এসব মন্তব্য করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফরিদুল আলম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। সম্প্রতি আওয়ামী লীগের এক কর্মী সভায় তাকে বলতে শোনা যায়, ‘কী একটা বকের হাস আসছে। সেই পিটার হাস বগবগাই। বিএনপির হয়ে সে অসভ্য কাজগুলো করেছে বাংলাদেশে। তাকে পেলে রেধে চট্টগ্রামের মানুষকে খাওয়াতাম।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে।আওয়ামী লীগের বিরুদ্ধে। এই পিটার হাস সব ষড়যন্ত্র করছে।’ এরআগে ক্ষমতাসীন দলের আরও অন্তত দুই জন নেতা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দিয়ে বক্তব্য রেখেছেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।