মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ (বোদা _দেবিগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে দেবিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে। এ সময় তিনি বলেন বিএনপি জামাত যেভাবে আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করতেছে তা কখনো সফল হবে না। তিনি আরোও বলেন বিএনপি জামাত জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে তাই বিভিন্নভাবে অপ চেষ্টার মাধ্যমে এই নির্বাচন বাণচাল করার চেষ্টা করছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই অপচেষ্টার সঠিক জবাব দিবে সঠিক সময়ে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭