স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী।মঙ্গলবার(২১)নভেম্বর বিকাল ০৪ টায় জকসিন বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ.আর হাফিজ উল্যাহ ও জেলা সেক্রেটারী নূর নবী ফারুক এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল স্থানীয় বাজার প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।এ সময়ে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ ও জেলা সেক্রেটারী নুর নবী ফারুক।বক্তাগন বানলাদেশ জামাত ইসলামী হাই কোর্ট কর্তৃক দলীয় নিবন্ধন বাতিলের রায় পূর্নবহাল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল বাতিলের দাবীতে আগামী ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ হরতালের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭