স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ থানার একদল পুলিশ পৌর এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর এলাকার ভূমিহীন পাড়া গ্রাম থেকে ৯২ পিস ইয়াবাসহ ওয়ারেন্ট ভুক্ত পলাতক তিন আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলা গ্রেফতারকৃত আসামী হলো, নবীগঞ্জ সদর ইউনিউনের গুজাখাইর (ভূমিহীনপাড়া) সাকিনস্থ আব্দুল করিম এর পুত্র মো: রিপন মিয়া (৩০), কে নিজ বসত ঘরের বারান্দা থেকে (১৯ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এবং ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীরা হলো, জিআর- ৭৫/২১ মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক ইনাতগঞ্জ ইউনিয়নের স্বস্থীপুর গ্রামের মৃত হিরন মিয়ার পুত্র মো: সাহেব আলী ও
নবীগঞ্জ থানার মামলা নং-০৪, (০৯ নভেম্বর)ধারা-১৪৩/১১৪/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪/৬ মামলার এজাহার নামীয় পলাতক আসামী গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের আব্দুল মন্নান এর পুত্র মো: কাউছার আহমেদ (৪৬) কে গ্রেফতার করা হয়। গুপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় একদল পুলিশ পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭