ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে হরতালের সমর্থনে উপজেলা বিএনপির মশাল মিছিল


নভেম্বর ১৯, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনীর নেতৃত্বে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতালের সমর্থনে

ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন ।গতকাল শনিবার(১৮নভেম্বর) রাত ৯টার দিকে মধ্য বাজার জুয়েল ম্যানসন কাছে থেকে ডাক বাংলা সড়কে এ মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।

জানা গেছে, নবীগঞ্জ বিএনপি যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী নেতৃত্বে মশাল মিছিল বের হয়। মিছিলটি জুয়েল ম্যানসন থেকে ডাকবাংলো সড়কে কিছু সময় অবস্থান করে। নেতাকর্মীরা অবরোধের সমর্থনে স্লোগান দেন ও সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘন্টার দেশব্যাপী হরতাল ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি জানান।

নবীগঞ্জ বিএনপি বিএনপি যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী ও পৌর সিনিয়র যুগ্ম আহব্বায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী বলেন, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবরোধের সমর্থনে মিছিলটি করা হয়। কেন্দ্র থেকে যে কর্মসূচি আসুক তা আমরা বাস্তবায়ন করবো।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।