ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ০৩ পলাতক আসামি গ্রেফতার


নভেম্বর ২০, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,জেলা প্রতিনিধি হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ওয়ারেন্ট  ভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার একদল পুলিশ। গতকাল রবিবার (১৯ নভেম্বর) গোপন সংবাদ ভিত্তিতে রাতে পৃথক পৃথক স্থান থেকে সাজাপ্রাপ্ত আসামি ও ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত মো: মোতালিব মিয়ার পুত্র তপন মিয়া (৩২), কে জিআর ২১১/১৭ মামলায় ০৬মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং ওয়ারেন্টভুক্ত জিআর ১৪৬/২৩ ও সিআর ১০০/২৩ মামলার পলাতক আসামিরা হলো,ইনাতগঞ্জ ইউনিয়নের শ্যামলী(পশ্চিমপাড়া) গ্রামের বশির মিয়ার পুত্র জাহান মিয়া (২৮), ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র মো: হাবিবুর রহমান (৫০), কে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম ও ইনাতগঞ্জ ফাড়ির এসআই আবু বক্কর খান এর নেতৃত্বে এএসআই বিজু সিংহ সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে পলাতক আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী তিনি বলেন, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের কে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।