ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে বিস্ফোরক মামলার আসামীসহ বিএনপি নেতা তিনজন গ্রেফতার


নভেম্বর ১০, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদল ও কুর্শি ইউনিয়নের যুবদলের নেতাসহ ০৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (০৮ নভেম্বর) রাত অনুমান ০৯.০৫ মিনিটের সময় পৃথক ২টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত্রা হলেন- নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত আব্দুল মন্নান চৌধুরীর ছেলে সরফরাজ আহমেদ চৌধুরী (৭০), বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউপির বড় আব্দা গ্রাম ও নবীগঞ্জ পৌর এলাকার আব্দুল মোহিত চৌধুরীর ভাড়াটিয়া মো: আব্দুল ওয়াদুদ এর ছেলে মইনুল ইসলাম (৩৪) ও নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শী ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), কে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী জানান, নবীগঞ্জ উপজেলা ০৫নং আউশকান্দি ইউনিয়নের অন্তর্গত মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপি কর্তৃক দেশব্যাপী অবরোধ চলাকালীন সময়ে নবীগঞ্জ থানা ঢাকা-সিলেট মহাসড়কে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ডিউটি করা কালে মহাসড়কে দুষ্কৃতিকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে। এবং মহাসড়কে ডিউটিরত অবস্থায় উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে ০২ও ৩নং আসামীর সহযোগীরা রাস্তার পাশে অবস্থান নিয়া মহাসড়কে গাড়ী আটকানোর চেষ্টাকালে পুলিশ তাদেরকে প্রতিরোধ ও গ্রেফতারের চেষ্টাকালে পুলিশের সরকারী কাজে বাঁধাদান ও ইটপাটকেল ছুড়ে মারে। পুলিশ তাদেরকে গ্রেফতারকালে তাদের সহযোগীরা দৌড়াইয়া পালিয়ে যায়। এই সময় আসামীদের কাছ থেকে ০৪টি অবিষ্ফোরিত ককটেল, অবরোধ সংক্রান্তে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নামে ০১টি ব্যানার, টায়ার পোড়ানোর অংশ বিশেষ, একটি দিয়াশলাই উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। এই সংক্রান্তে নবীগঞ্জ থানার মামলা নং-০৪,তারিখ-০৯/১১/২০২৩খ্রিঃ,ধারা-১৪৩/৩৪১/১১৪/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরকদ্রব্য উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারা মোতাবেক মামলা রুজু হয়েছে। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ এজাহারনামীয় আসামী ১৫ জন এবং অজ্ঞাতনামা ২৫/৩০ জন এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং আসামী সরফরাজ আহমেদ চৌধুরীকে সন্দিগ্ধ আসামী নবীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে নবীগঞ্জ থানার মামলা নং-১৩,তারিখ-১৬/১১/২০২২খ্রিঃ, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩০৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রবাদি আইনের ৩/৪ ধারার মামলার সন্দিগ্ধ আসামী হিসাবে ও মইনুল ইসলাম ও রিপন মিয়াকে বোমা বিস্ফোরক ও নাশকতা মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) তাদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।