মাহফুজুল হক: দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের ভিডিও বার্তা দিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ৪ মিনিট ২ সেকেন্ডের এই ভিডিও তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের গুরুত্বপুর্ণ বার্তা দেন।
ভিডিও বার্তায় তিনি দেশবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন আমাদের দেশ একটি গভীর সংকটময় সময় অতিক্রম করছে। এই সংকট শুধুমাত্র আমাদের জন্য না, গোটা বাংলাদেশের জন্যই এ সংকট। দীর্ঘদিন যাবত একটি কতৃর্ত্ববাদী, যে ফ্যাসিবাদী সরকার গোটা জাতিকে অক্টোপাসের মতো গ্রাস করে আছে।
তিনি বলেন, স্পটতই আজ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। একভাগ শোষক, আরেকভাগ শোষিত। যারা শোষক তারা সংখ্যায় অতি নগন্য, কিন্তু তাদের হাতে আছে রাষ্ট্রীয় মারণাস্ত্রা এবং রাষ্ট্রীয় বাহিনী। সেই শক্তির বলে গোটা বাংলাদেশে তারা একটি ভীতি, ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বিগত ২৮ তারিখের পর থেকে একটি প্রহসন একটি তামাসা তৈরি করে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর সমাবেশকে ভুন্ডুল করে তারপর থেকে যে ক্র্যাকডাউন শুরু করেছে, বিএনপির মহাসচিব থেকে শুরু করে শীর্ষ সমস্ত নেতা এবং তৃণমলের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার কর্মীদেরকে গ্রেপ্তার-নিপীড়ন শুরু করেছে।
আমরা দীর্ঘদিন যাবত এ লড়াইয়ে আছি। এ লড়াইয়ে আমাদের অসংখ্য সহযোদ্ধা, আমাদের বন্ধু-স্বজন, আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। অনেকে পুঙ্গত্ব নিয়ে দুর্বীষহ জীবন যাপন করছেন। অসংখ্য সহযোদ্ধা কারাগারে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এমনকি যারা মৃত্যুবরণ করেছে তাদের নামে মামলা দেয়া হচ্ছে, তাদেরকে সাজাও দেয়া হয়েছে। কী জঘন্য বরবর্তা। এমন একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রের, ফ্যাসিবাদী রাস্ট্রের বিরুদ্ধে আমরা লড়াই করছি।
তিনি দেশবাসীদের উদ্দ্যেশ্যে আরও বলেন, এ লড়াই শুধু আমাদের একার লড়াই না, এই লড়াই শুধু বিএনপির লড়াই না, এই লড়াই আপনারাও লড়াই।
আগামী দিনের বাংলাদেশে আমরা মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো কি পারবোনা? আমাদের পরবর্তী প্রজন্ম এই বাংলাদেশকে নিজের স্বাধীন, সার্বভৌম আবাসভুমি হিসেবে দেখতে পাবে কিনা? সেই প্রশ্ন আজকে। সুতরাং এই লড়াইকে আপনারা সমর্থন দিন, আমাদের পাশে থাকুন।
আমি জানি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘরছাড়া। একটা মুক্তিযুদ্ধের মতো অবস্থা। বাংলাদেশের সমস্ত জ্ঞান পিপাসু মানুষ, সমস্ত নীতিবোধ সম্পন্ন মানুষ আজকে কথা বলছে। শুধু বিএনপির এই দাবী নই, এই দাবী বাংলাদেশের দাবী এবং আন্তর্জাতিক গণতন্ত্রকামী সমস্ত শক্তি আমাদের সাথে রয়েছে।
আমরা বিশ্বাস করি এই যে ৩০ তারিখ এবং জানুয়ারির ৭ তারিখ এই নির্বাচন করে তারা কোনভাবেই পাড় পাবে না। আওয়ামী লীগের অধ:পতন আজকে একেবারে কোমায় গিয়ে ঠেকেছে, খাদের কিনারায় চলে গিয়েছে। কিভাবে দল ভাঙ্গার চেষ্টা, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, রাষ্ট্রের অর্থকে ব্যবহার করে, কতিপয় আদর্শহীন নেতাকে ক্রয় করে, সিট ভাগাভাগি, এমপি ভাগাভাগি, ক্ষমতা ভাগাভাগির যে সড়যন্ত্র ও তামাশা শুরু করেছে এতে করে বাংলাদেশ রাষ্ট্রের কোন উপকার হবেনা। বরং আওয়ামীলীগ ইতিহাসে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। সময় খুবই সমাগত।
ভিডিও বার্তার শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সহযোদ্ধাদের বলবো, লড়াইকে আরো বেগবান করতে হবে। আর মাত্র কয়েকটা দিন। আমরা বিশ্বাস করি গণতন্ত্রকামী শক্তির বিজয় অনিবার্য। কোন হতাশা না। আপনারা কেউ হতাশ হবেন না, হতাশা ছড়াবেন না। দয়া করে প্রয়োজনে নিশ্চুপ থাকুন, দয়া করে মৌন সমর্থন দিন, দয়া করে ঘরে থেকে বের হবেন না-আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আহবান জানিয়েছেন। আমিও সেই মোতাবেক বলতে চাই আপনারা যে যেখানে আছেন এই আন্দোলনকে নৈতিক সমর্থন দিন।
আর নেতাকর্মীদের বলবো আর কিছুদিন সাহস করে লড়াই করছেন, এই লড়াই আপনারা চালিয়ে যাবেন।
মনে রাখবেন,অন্যায়ের
কাছে কভু নত নাহি শির,
ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।
এরপর সিকান্দার আবু জাফরের কবিতা পাঠ করে তিনি বলেন,
অবিরাম যাত্রার চির সংঘর্ষে,
একদিন সে পাহাড় টলবেই
জনতার সংগ্রাম চলবেই।
শেষে তিনি বলেন, এ লড়াই বেগবান আছে। এই লড়াই জারী আছে। বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭