সাহাব উদ্দীন (রাফেল) নিজস্ব প্রতিনিধিঃ দরজায় কড়া নাড়ছে শীত। দিনভর গরম থাকলেও বিকাল থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি।ফসলের ক্ষেতসহ ঘাসে শিশির এঁকে দিচ্ছে শীতের চিহ্ন। গরমের তীব্রতা কমে অনুভূত হচ্ছে হালকা শীত। সবুজ ঘাসে শিশিরবিন্দু আর কুয়াশা জানান দিচ্ছে, শীত আসছে।দেশের উত্তরাঞ্চলের গ্রাম এলাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। শহরও পিছিয়ে নেই। রাজধানী ঢাকায় মধ্যরাত থেকে কমতে থাকে তাপমাত্রা। আর তা ফের বাড়তে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে।স্থানীয়রা বলছেন, অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত ও ভোরের দিকে ঠান্ডা লাগলেও দিনে এখনও বেশ গরম লাগে।এদিকে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। মুলা,ফুলকপি,বাঁধাকপি,শিম, লাউ,টমেটো,লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।শীতের শুরুতে বাংলাদেশের খাল বিল,হাওরে সুদূর সাইবেরিয়া থেকে বিভিন্ন প্রজাতির পাখিরা আসতে শুরু করে।ঝিলের পানিতে তাদের কলকাকলিতে প্রকৃতিতে এক অপরুপ দৃশ্যের দেখা মেলে।তবে শীত মানে যে শুধু আনন্দ আর সৌন্দর্য্যের উপভোগ তা নয়।সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে শীত আসে অভিশাপ হয়ে। উপযুক্ত শীত বস্রের অভাবে তারা মানবেতর জীবনযাপন করে।