ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

গাজীপুর -১ আসনে জাকের পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


নভেম্বর ২৯, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নয়ন আলী কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।বুধবার দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপির কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ মানিক সরকার। তিনি জাকের পার্টির কালিয়াকৈর পৌর শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারেনি তবে আমরা আশাবাদী সরকার ও নির্বাচন কমিশন অচিরেই সুন্দর একটা পরিবেশ তৈরী করবে যার মধ্যদিয়ে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।