ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

গাজীপুর -১আসনে আওয়ামীলীগের মনোনয়ন পত্র দাখিল করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক


নভেম্বর ৩০, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নয়ন আলী কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে ১০টায় উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে  নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি গাজীপুর-১আসনের নৌকার মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বিএনপি বার বার রাজনৈতিক  ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই। তিনি আরও বলেন, ভোটাররা সারা জীবনই নৌকায় ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন জনগণ কখনোই সিদ্ধান্ত ভুল করেন না, নৌকার বিজয় হবেই। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ,কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।