আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর কমলনগরে ০৫নং চর ফলকন ইউনিয়ন পরিষদ হলরুমে নদী ভাঙ্গা ভূমিহীনদের সংগঠন চর কাকড়া নববী ভূমিহীন সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় ।
১২নভেম্বর (রবি) বার সকাল ১১টায় স্থানীয় চেয়ারম্যান মো:মোশারফ হোসেন বাঘার সভাপতিত্ত্বে সমিতির সাধারন সম্পাদক মো: মাছুমের সঞ্চালনায় বিগত দিনের কার্যক্রম এবং জেগে উঠা নতুন চর গুলোর পুর্ব মালীকেদের নিকট সুষ্ঠ ও সঠিক বণ্টন এবং কেউ যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে তা নিয়ে উক্ত অনুষ্ঠানে মো: বেলাল হোসেন মাতাব্বর , মফিজ মাতাব্বর, নুরনবী বাঘা, সাইফুদ্দিন ফাজাল ও ফজলুল হক সবুজ পরামর্শমুলক আলোচনা করেন।
সকলের মতামতের ভিত্তিতে উক্ত অনুষ্ঠানে ০২ নং সাহেবেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:আবুল খায়ের,০১ নং চর কালকিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার ছায়ফুল্লা সহ ০৫ জনকে উপদেষ্টা, ০৫ নং চর ফলকন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মোশারফ হোসেন বাঘাকে সভাপতি করে প্রায় ২৫ সদস্য বিষিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭