ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় শিশু সন্তান ও ঋণের বোঝা রেখে পালিয়েছে স্বামী,রাস্তায় রাস্তায় খুঁজছে স্ত্রী


নভেম্বর ২১, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়া প্রতিনিধিঃ সুখের সংসার হবে। একজন সৎ ও নির্ভরযোগ্য জীবনসঙ্গী হবে। এমন স্বপ্ন নিয়ে ঘর বেধেছিল সালমা(১৫) আক্তার। কিন্তু বেশিদিন টিকেনি তার সেই স্বপ্ন। স্বামী হাসিব নানা প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের মেয়েটিকে বিয়ে করে। তাদের ঘরে আলোকিত করে আসে ফুটফুটে একটি পুত্র সন্তান। স্ত্রী সালমা অভিযোগ করে বলেন, গার্মেন্টেসে চাকরি করে তার জমা শেষ সম্বল টুকু নিয়ে উদাও হয়েছে স্বামী হাসিব। দীর্ঘদিন কোন খোঁজ নিচ্ছে না তার এবং ছেলের। আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় খুঁজে না পেয়ে অবশেষে স্বামীর গ্রামের বাড়িতে যোগাযোগ করেও কোন সুরহা পাচ্ছে না। শ্বশুর বাড়ির তথ্যমতে, হাসিব অন্য জায়গায় বিয়ে সাদি করে থাকতে পারে। তবে সে গ্রামের বাড়িতে যায়নি। বিষয়টি নিয়ে ধোয়াশা থাকলেও হাসিবের সাথে তার বন্ধুদের মুঠোফোনে যোগাযোগ হয়। কিন্তু কোন সঠিক লোকেশন কেউ বলতে পারে না। স্ত্রী সন্তানের সাথে এমন আচরণ করার কারণ ও খোলাসা নয়। উল্লেখ্য, অভিযুক্ত হাসিব কুষ্টিয়ার জেলার ভেড়ামারা থানার পশ্চিম বাইরচর গ্রামের মৃত,আমোদ আলীর ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমনে আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।