মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সোমবার ১৩ নভেম্বর দুপুরে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা। ইপিআই কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলসহ ইছাপুরা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মীগন উপস্থিত ছিলেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।