ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে শারদীয় দূর্গা পুজা মন্দির পরিদর্শনে সাংসদ শামীম


অক্টোবর ২২, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা মন্দির পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। রবিবার উপজেলার সোনারায় ইউনিয়ন মন্দিরে সহায়তা প্রদানের মধ্যে দিয়ে উপজেলার ১৪৩টি মন্দির-মন্ডপে সহায়তা প্রদান করেন। সহায়তা প্রদান অনুষ্ঠানে এক আলোচনা সভায় সাংসদ শামীম বলেন, শারদীয় দূগোৎসব হিন্দু সম্প্রদায়ের মহা আনন্দের উৎসব। প্রতিবছর নতুন বার্তা নিয়ে দেবী দূর্গার আগমন ঘটে এবং সকলের জন্য শান্তি বয়ে নিয়ে আসে। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের নারী ও পুরুষ আনন্দ উপভোগ করে। এ সময় অন্যান্যের মধ্যে উপন্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল আলম, জাপানেতা মুন্সি আমিনুল ইসলাম সাজু, উপজেলা কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সহসভাপতি মোসলীম মিয়াজী প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।