সাগর আহম্মেদ নিজস্ব প্রতিনিধি: বগুড়া সোনাতলা উপজেলার বোচারপুকুর টু বড়িয়াহাট রাস্তায় মাঝরাতে গরুসহ দুই চোরকে আটক করে সোনাতলা পুলিশ। সাথে চোরের ব্যবহৃত গাড়িটাও জব্দ করা হয়েছে ।সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ সৈকত হাসান, এসআই(নিঃ) মোঃ নুর ইসলাম, এ এস আই মোঃ এরশাদ হোসেন, এ এস আই রমেন কুমার সাহা সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বোচারপুকুর কোদালদহ ব্রিজে রাত্রিবেলা চেকপোস্ট ডিউটি করা কালীন গরুসহ পিক-আপ গাড়িটিকে সিগনাল দিলে পিক-আপ গাড়িটি রেখে চোরচক্র পালানোর চেষ্টা করে। আসামীদের মধ্যে আবু রায়হান(৩১) এবং মোঃ রিজু মন্ডল(৩০) তারা উভই গাইবান্ধার বাসিন্দ।পরবর্তীতে আসামীদের থেকে জানাযায় তারা অজ্ঞাত নামা ব্যক্তির গোয়াল ঘরের তালা কাটিয়া সংগোপনে প্রবেশ করিয়া একটি লাল রংয়ের গাভী, একটি লাল রংয়ের বকনা বাছুর, এবং একটি লাল কালো রংয়ের ষাঁড় গরু চুরি করে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।