

ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলা ৯ নং। পোড়াহাটি ইউনিয়নের। পোড়াহাটি পূর্ব পাড়া গ্রামের মন্দিরের পূজা ভাঙ্গা অভিযোগ উঠেছে ।ঘটনা স্থলে যে জানা যায়। ২/১০/২০২৩ /তারিখে সোমবার রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় মন্দিরে কোন প্রহরী ছিল না। কিন্তু ওই রাতে ৪ জন প্রহরীর দায়িত্বে ছিলেন ১/ শ্রী তন্ময় কুমার ২/শ্রী আকাশ কুমার বিশ্বাস ৩/শ্রী শুভ কুমার। সাংবাদিকদের প্রশ্নের সময় তারা বলেন। তাহারা ঐ রাতে ডিউটি রত অবস্থায় ছিলেন। কিন্তু রাত যখন ১১ টা বাজে। তখন তারা রাতের খাবার খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে আসার পথে। হঠাৎ বৃষ্টি লেভে আসেন। বৃষ্টির কারণে তাদের আসতে ২ ঘন্টা লেট হয়। তারা আসেন ১ টার দিকে। এসে দেখেন পুজা মন্দিরের ভেতর। সবকিছু এলোমেলো। কোনটার হাত নেই। কোনটার পা নেই। আবার কোনটার মাথা। পূজার এই ভাঙচুরের অবস্থা দেখে। তারা অবাক হয়ে সভাপতি কে ফোন দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন পূজা কমিটির সভাপতি প্রভাত সরকার।এবং পূজা কমিটি সেক্রেটারি তাপস বিশ্বাস সঙ্গে সঙ্গে মন্দিরে এসে হাজির হন। এসে খুবই দুঃখ প্রকাশ করেন । এবং সবাইকে বলেন। এই রাতে কোথাও কিছু বলা যাবে না। যা বলার সকালে বলবো। এবং সকাল ৮ টার দিকে। ঝিনাইদহ সদর থানায় ফোন দেন। সঙ্গে সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ। মোঃ সোহেল রানা এবং অপারেশন ওসি সুজন বিশ্বাসকে সাথে নিয়ে ঘটনা স্থলে আসেন। এসে সাধারণ জনগণের সাথে কথা বলেন। আরো বলেন। অপরাধী যেই হোক না কেন। আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না। এবং এখন থেকে এই মন্দিরে সব সময় পুলিশ থাকবে ইনশাআল্লাহ। এই কথা শোনার পর। সংখ্যালঘু জনগণ সন্তোষ প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭