

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের দৌলতপুরে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির সদস্য এবং পুলিশের মাঝে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ অক্টোবর) বিকেলে দৌলতপুর থানা মিলনায়তনে এই সভার আয়োজন করে দৌলতপুর থানা পুলিশ। এতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মানিকগঞ্জ নূরজাহান লাবনী।অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী,ওসি তদন্ত রনজিৎ সাহা,দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস,দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সালমান খান,বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন,খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ কুমার ফৌজদার, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস ।অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। অন্য ধর্মের ওপর আঘাত আসে, এমন ঘটনা এড়িয়ে চলতে হবে। কোনো ধর্মই মাদক সমর্থন করে না। মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। এছাড়া সম্ভব হলে মণ্টপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা যেতে পারে।’এবার উপজেলার ৫২টি মণ্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭