আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমেদের তন্ময় ফিশিং নেট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান জানান, সকালে হরতালের সমর্থনে মুক্তারপুর এলাকা বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে মোটরসাইকেলে আগুন দেন। এছাড়া শনিবার রাতে মুক্তারপুর এলাকায় নাশকতার ঘটনায় বিএনপির ঐ দুই নেতাকে আটক করা হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।