মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার “বাদল মিজি স্পেশালাইজড হাসপাতালের ২ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩অক্টোবর) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ক্যাম্প চলাকালে মেডিসিন,গাইনী ও স্কীন বিভাগের প্রায় ২ শতাধিক রোগী কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান হারুন উর রশিদ বাদল মিজি।আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিস ও মেডিসিন রোগের চিকিৎসক ডা: মো: রফিকুল ইসলাম, মেডিসিন ও বাতব্যথা রোগে অভিজ্ঞ ডা: মো: রিয়াজুল ইসলাম,গাইনী কনসালটেন্ট রুমানা ফেরদৌস, চর্ম ও এলার্জি রোগ বিশেষজ্ঞ ডা: আলহাজ্ব মো: মুমতাজ উদ্দিন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।