ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে শারদীয় দূর্গা পুজা মন্দির পরিদর্শনে আশরাফুল আলম সরকার লেবু


অক্টোবর ২২, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা মন্দির পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান সহ উপজেলার প্রতিটি মন্দিরে ইতিমধ্যে সিসি ক্যামেরা সহায়তা প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তারুণ্যের প্রতীক মোঃ আশরাফুল আলম সরকার লেবু। রবিবার উপজেলার চন্ডিপুর শ্রীপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়ন মন্দিরে সহায়তা প্রদানের মধ্যে দিয়ে উপজেলার প্রত্যেকটি মন্দির-মন্ডপে সহায়তা প্রদান করেন। সহায়তা প্রদান অনুষ্ঠানে এক আলোচনা সভায় আশরাফুল আলম সরকার লেবু বলেন, শারদীয় দূগোৎসব হিন্দু সম্প্রদায়ের মহা আনন্দের উৎসব। প্রতিবছর নতুন বার্তা নিয়ে দেবী দূর্গার আগমন ঘটে এবং সকলের জন্য শান্তি বয়ে নিয়ে আসে। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের নারী ও পুরুষ আনন্দ উপভোগ করে। তিনি আরো বলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা যাতে তারা নির্বিঘ্নে পালন করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি তাদের দেখভালের চেষ্টা অব্যাহত রেখেছি। এ সময় অন্যান্যের মধ্যে উপন্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।