ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ খবর

সিরাজদিখানে ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


অক্টোবর ১৬, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে আগামী শনিবার ২১ অক্টোবর সকাল ৯ টায় গোয়ালবাড়ী মোড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলেম সমাজের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাও আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন মাদরাসায় প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম মাহমুদির সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন দারুসসালাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের, আল-কারিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জুনায়েদ খান,আলহেরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল জলিল, খিলাপাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ,সিরাজদিখান থানা ইমাম কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা শুয়ায়েব আহমাদ,মুফতি জুবায়ের আহমাদ ফরাজিসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ওলামায়েকেরাম ও আইম্মায়ে মাসাজিদিনগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২১ অক্টোবর শনিবার সকাল ৯ টায় ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশগ্রহনের জন্য উপজেলার গোয়ালবাড়ী মোড়ে সকল ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।