উপজেলা প্রতিনিধিঃ ঢাকার সাভারে ব্যাংকার স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আমিনুর রহমানের (৩৩) বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গত ০৬ অক্টোবর ২০২৩ইং সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের মা নুরজাহান বেগম(৫২)। জানা যায়, প্রিমিয়ার ব্যাংক সাভার শাখায় কর্মরত নওশিন জাহান মিতুর (৩৩) সাথে গত চার মাস আগে বিয়ে হয় আমিনুর রহমানের (৩৩) । মিতু ও তার স্বামী সাভারের সি/৪৯ স্বরনিকা আবাসিক ৪র্থ তলার মুন্নাত খানের বাড়ীতে তার মা সহ ভাড়া বসবাস করতো। বিয়ের পর মিতু জানতে পারে তার স্বামী আমিনুর টিকটিকে আসক্ত। এমনকি টিকটিকে বিভিন্ন নারীদের সাথে তার সম্পর্কও রয়েছে। বিষয়টি মিতুর নজরে আসলে টিকটক করতে নিষেধ করায় পারিবারিক কলহের সৃষ্টি হয়। অবশেষে গত ০৪ অক্টোবর রাতে স্বামী-স্ত্রী ঝগড়া লাগলে মিতুর মা নুরজাহান এসে দুজনকে থামিয়ে দেয়। সকালে আমিনুর মিতুর মাকে জানায় তার মেয়ে কথা বলছে না। পরে পাশের বাসার লোকজনের সহযোগিতা নিয়ে অচেতন অবস্থায় প্রথমে সাভার সুপার ক্লিনিক ও সেখান থেকে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিয়ে নিহতের মা নুরহাজান বেগম(৫২) গণমাধ্যমকে জানান, তার মেয়েকে পারিবারিক কলহের জেরে গলাটিপে হত্যা করা হয়েছে। মেয়ে হত্যার কঠিন বিচার চান তিনি। এদিকে, অভিযুক্ত স্বামী আমিনুরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন সাভার মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে নিহতের মা বাদী হয়ে সাভার মডেল থানায় ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেছে ।মামলার বিষয়ে বিজ্ঞ আইনজীবী মোঃ রনি রহমান জানান,আসামীকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে আপ্রাণ চেষ্টা করবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আসামীকে তার এই জঘন্য কাজের জন্য উপযুক্ত শাস্তি প্রদান করবেন।উল্লেখ্য, অভিযুক্ত আমিনুর সিরাজগঞ্জের বেলকুচি থানার কানাই উপজেলার মঞ্জুর কাদের চৌধুরীর ছেলে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭