
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায়একটি ভ্রমণের ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার ( ২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় শিশুসহ কমপক্ষে আরো ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবী স্বজনদের । নিখোঁজরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিলো। এরমধ্যে ৫ জনকে ঘটনার দিন গতকাল শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।শুক্রবার সন্ধ্যায় ( ৬:৩০ টায়) মুন্সিগঞ্জের সিমানাবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়া ঘাটের এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, "একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলো। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সাথেসাথে ঘাট থেকে দুইটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।"নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলার টুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। "এ ঘটনায় এখনও নিখোঁজ মারোয়া (৮) সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২)ও উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪) সহ ৫ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি।মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, "ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এছাড়াও জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭