মোঃ মানিক হোসেন, বেড়া, পাবনাঃ বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামে প্রেমিকার বাড়িতে মধ্যরাতে দেখা করতে গিয়ে মারা গেছে শ্রী বিকাশ হালদার (১৬) নামের এক স্কুল ছাত্র। সে বেড়া পৌর সদরের বনগ্রাম মহল্লার শ্রী ধনী হালদারের ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮অক্টোবর)গভীর রাতের কোন এক সময়।বেড়া মডেল থানা ও এলাকাবাসির সূত্রে জানা যায়, বিকাশ হালদার ও মোছাঃ জেরিন আক্তার বেড়া বি বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। একই ক্লাসে পড়ার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পক গড়ে উঠে। দুইজন দুই ধর্মের হওয়াই এ সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়। এর এক পযায়ে জেরিন এ সম্পক থেকে বের হয়ে আসে। বুধবার গভীর রাত্রের কোন এক সময় বিকাশ হালদার বেতবাড়িয়ার জাকির হোসেন এর বাড়িতে জেরিন এর সাথে দেখা করতে যায়। এ সময় জেরিন প্রেমের সম্পক প্রত্যাখান করে। সকালে ওই বাড়ির একটি ঘরের গ্রীল এর সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।এ ব্যাপারে বিকাশ হালদারের পিতা শ্রী ধনী হালদার জানান, তার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।জরিন জানায়, রাতে শ্রী বিকাশ হালদার আমার ঘরে এসে প্রেমের সম্পকে ফিরে আসার কথা বললে আমি তার প্রস্তাব প্রত্যাখান করি। এ সময় সে পাগলামো শুরু করে। আমি তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে পরি। ভোরে গ্রীলের সাথে গলায় ফাস দেওয়ায় অবস্থায় বিকালকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।বেড়া মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাস উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোট পাওয়ার পর আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭