

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পরিবেশকে স্মার্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নির্দেশনায় পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় বেশি বেশি তাল গাছ রোপণ করুন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ, বজ্রপাত,বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদের রক্ষা করে। সকলে যায় যার অবস্থান থেকে বেশি বেশি ফলদ, বনজ গাছ রোপণের আহবান জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটণ প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এম,পি। গতকাল সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজনে মাধবপুর পৌরসভার গঙ্গানগর গ্রামের সোনাই নদীর তীরে তাল গাছের চারা রোপণ করা হয়।
এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এম,পি)। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,বাপার সদস্য মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগে'র নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এবছর ৫ হাজার তালের চারা রোপন এর লক্ষ্য মাত্রা ধরে ইতিমধ্যে লাখাই, হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলায় তাল গাছের চারা রোপণ করা হয়েছে। এ বৃক্ষ রোপণ অভিযান চলমান থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭