ঝিনাইদহ সংবাদদাতাঃ ফিলিস্তিনের গাজায় অবৈধ ইসরাইলের সন্ত্রাসী হামলা, নির্মম গণহত্যা এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ করেছে ঝিনাইদহ সদর উপজেলা ১০ নং হরি শংকরপুর ইউনিয়নের উলামা একরাম গন । একই সঙ্গে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন তারা।আজ ১৭ ই অক্টোবর মঙ্গলবার বাকড়ী বাজারে। মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউনিয়ন বাসি । মানববন্ধন শেষে বাকড়ী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি পরানপুর বাজার ঘুরে এসে আবারও বাকড়ী বাজারে বক্তব্য রাখেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিম বিশ্বাস সভাপতিত্ব করেন।উপস্থিত ছিলেন হযরত মাওলানা মিরাজ হোসাঈন।উপস্থিত ছিলেন হযরত মাওলানা বাদশা মিয়া।উপস্থিত ছিলেন হযরত মাওলানা নাঈম হোসাঈন।উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইমরান। উপস্থিত ছিলেন বাকড়ী বাজার কমিটির সভাপতি এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগণ।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ইউনিয়ন বাসীদের হাতে ‘ফ্রি ফিলিস্তিন’উই স্ট্যান্ড উইথ ফিলিস্তিন’জেরুজালেম বিলংস টু ফিলিস্তিন’স্টপ জেনোসাইড ইন গাজা’ 'ইন্তিাফাদা জিন্দাবাদ', 'ইসরায়েল টেরোরিস্ট (সন্ত্রাসী), বয়কট ইসরায়েল'ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ', 'ফিলিস্তিনের মাটি, দখল হতে দেব না' ইত্যাদি লেখা বিভিন্ন প্রতিবাদপত্র ও শ্লোগান দিতে দেখা যায়।এ সময় ইউনিয়ন বাঁশি বলেন, ‘বর্বর ফিলিস্তিনি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। পৃথিবী আজ দু'ভাগে বিভক্ত; একটি জালেম আরেকটি মজলুম। আজ আমরা কোন দল, মত, ধর্মের পরিচয়ে এখানে একত্রিত হয়নি, একত্রিত হয়েছি মজলুমের আর্তনাদ শুনে। আমরা দেখতে পাচ্ছি দখলদার ইসরাইলী বাহিনী যুদ্ধের সকল নিয়ম অগ্রাহ্য করে নির্বিচারে নারী-শিশু হত্যা করছে, খাদ্য পানি গ্যাস বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছে। তাই আজ আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি জ্ঞাপন করে স্বাধীনতা কামনা করছি।’মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর সদস্যরা বক্তব্য রাখেন । এ সময় প্রায় দুই শতাধিক ইউনিয়ন বাসী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭