

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ পদ্মার তীব্র ভাঙ্গনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০ টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও ভাঙ্গন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে আরো ১৫টি বসতঘর। শুক্রবার সকাল থেকে জেলার লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া এলাকায় আকস্মিক এই ভাঙ্গন দেখা দেয়।স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই তীব্র ভাঙ্গন শুরু হয় পদ্মার তীরবর্তী এলাকা নওপাড়ায়। এখানে মুহূর্তের মধ্যেই দশটি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায় । পরে ভাঙ্গন আতঙ্কে আরো ১৫ টি বসতঘর সরিয়ে নেয়া হয়েছে। এতে করে গৃহহীন হয়ে পড়েছে প্রায় ২৫ টি পরিবার। অতি দ্রুত ভাঙ্গন রোধকরা না গেলে ভাঙ্গনের কবলে পড়বে লৌহজং ডিগ্রী কলেজ সহ সরকারি বেসরকারি বহু স্থাপনা। তবে ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।ভাঙ্গর রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন,ইতোমধ্যে ভাঙ্গন কবলিতা এলাকায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যথাসাধ্য জেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭