ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে রোগাক্রান্ত দাঁত না ফেলে ভালো দাত ফেলে দিলেন ডাক্তার, থানায় অভিযোগ


অক্টোবর ৭, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ি প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক বৃদ্ধের রোগাক্রান্ত দাঁত না ফেলে ভালো দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ডেন্টাল এর বিরুদ্ধে। পরে এ ঘটনায় ওই বৃদ্ধার স্বজনরা প্রতিবাদ করায় ওই ভুক্তভোগী রোগীর ছেলেকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বৃদ্ধার ছেলে আনিসুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। জানাগেছে, উপজেলা আউটশাহী ইউনিয়নের সুবচনী গ্রামের মৃত আব্দুল হক বেপারীর স্ত্রী রুমিয়া বেগম (৭৫) দীর্ঘদিন যাবত দাতের রোগে ভুগতেছিলেন। গত ২৪ সেপ্টেম্বর তাকে উপজেলার বেতকা চৌরাস্তার মারুফ ডেন্টাল কেয়ারে নিয়ে যান ওই বৃদ্ধার মেয়ে ও মেয়ের জামাতা । ওই ডেন্টালের ডাক্তার এমজি মোস্তফা মারুফ পরীক্ষা শেষে ওই বৃদ্ধাকে জানায় তার একটি দাঁত ফেলে দিতে হবে। দাঁত ফেলার বিষয় বৃদ্ধ আপত্তি জানালে তাকে বুঝিয়ে রাজি করেন ওই ডাক্তার। এরপর বৃদ্ধ যে দাঁত শনাক্ত করে সেই দাঁত না ফেলে অন্য আরেকটি ভালো দাঁত ফেলে দেয় ডাক্তার। পরে বৃদ্ধা বাড়িতে আসার পর তার দাঁতের সমস্যা আগের মতো ব্যথা অনুভব করলে তিনি মারুফা ডেন্টাল কেয়ারে ফোন দেন। ফোন রিসিভ না করায় দুদিন পরে সে বৃদ্ধ আবার সেখানে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন। পরে তাকে আবার নতুন করে ওষুধ লিখে দেয় ডাক্তার। কিন্তু এক সপ্তাহ পরেও ব্যথা না কমায় ওই বৃদ্ধার ছেলে আনিসুর রহমান গত ৪ অক্টোবর সন্ধ্যায় মারুফা ডেন্টাল কেয়ারে যান এবং ডেন্টিস্ট এমজি মোস্তফা মারুফের সাথে তার মায়ের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি সঠিক চিকিৎসা দিয়েছেন বলে জানান ।এ ব্যাপারে আনিসুর রহমান বলেন,আমার মায়ের এক দাঁতের পরিবর্তে অন্য দাঁত ফেলে দিয়েছেন কেন আমি জানতে চাওয়ায় মোস্তফা বিভিন্ন সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার কিছু গণ্যমান্য লোক তার চেম্বারে বসেন বলে জানান। একটু পরে আমি ওই ডাক্তারের চেম্বার হতে ফিরে আসলে আমার কাছে বিভিন্ন লোকের ফোন আসতে থাকে এবং বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দিতে থাকে। এ বিষয়ে আমি টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।এ ব্যাপারে বৃদ্ধা রুমিয়া বেগম বলেন ,আমি‌ চিকিৎসককে বার বার বলার পরও তিনি আমার রোগাক্রান্ত দাঁত না ফেলে একটি ভালো দাঁত ফেলে দেন। চিকিৎসক কিছুতেই আমার কথা শুনল না। এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার জিএম মারুফ বলেন, ওই বৃদ্ধার বয়স ৭৫ বছরের মতো। তার একাধিক দাঁতে সমস্যা হয়েছিল। আমার এখানের একজন মহিলা সার্জন তার একটি দাঁত ফেলে দেয়। কিন্তু তার অন্যান্য দাতে সমস্যা থাকায় সমস্যাগুলি এখনো রয়ে গেছে। ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওটা একটা মিসটেক হয়ে গেছে।এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।