টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অবহেলা এবং ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এর আগেও হসপিটালটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার বালিগাঁও বাজারে 'মেডিলাইফ হসপিটাল এন্ড দি ল্যাব' নামে একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নবজাতকের বাবা শহীদুল ইসলাম মুন্সী বলেন, গত শুক্রবার তার স্ত্রী রীনা বেগমকে মেডিলাইফ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের ডাক্তার সন্ধায় তার স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করলে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। বাচ্চাটি জন্মের পর সুস্থ্য থাকার পরেও ভুল চিকিৎসার কারণে বাচ্চাটি মৃত্যুবরণ করেন। তিনি তার নবজাতক শিশুকে হত্যা করেছে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারের বিচারের দাবি জানান।শিশুর স্বজনদের অভিযোগ, রাতে ডাক্তার সিস্টার কেউ আসেনি। বাচ্চাটি রাতে অনেক কান্না করেছে, আমরা দেখেছি। কিন্তু ডাক্তার নার্স কেউ আসেনি। উল্টা বলেছে কান্না করা ভালো। আমাদের শিশুটিকে সঠিক চিকিৎসা দিলে শিশুটি মারা যেতনা। এই মৃত্যুর জন্য ডাক্তার, সিস্টার এবং হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। আমরা এর বিচার চাই।হাসপাতালের চিকিৎসক আসাদুল ইসলাম অপু বলেন, শিশুটি জন্মের পর অবস্থা খারাপ ছিল। আমরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেছি। কিন্তু তারা নিয়ে যায়নি।হাসপাতালের মালিক হাকিম হাওলাদার বলেন, আমার এখানে সবসময় ডাক্তার থাকে, চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকে ঢাকা নিতেও বলা হয়েছে কিন্তু তারা আমাদের কথা শুনিনি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাস বলেন, আমাদের কাছে অভিযোগ আসলে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭