সাগর আহম্মেদ নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি হওয়া অটো সহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বকচর নতুন আলু স্টোরের সামনে পুলিশের নিয়মিত চেকপোস্ট থেকে চোরাই অটো সহ দুই চোরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র সুজন মিয়া (৪০) ও একই থানার চতরা ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের গোলাম মোস্তফার পুত্র নাজমুল ইসলাম (২২)।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় পুলিশ চেকপোস্ট স্থাপন করে সকল যানবাহনে তল্লাশী করাকালে একটি চার্জার অটো ইজিবাইককে সিগন্যাল দেয়। সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে অটোতে থাকা দুইজনকে পুলিশ আটক করে। পরে আটক ব্যক্তিদেরকে অটো ইজিবাইকটির মালিক সম্পর্কে জিজ্ঞেস করলে তাদের কথায় সন্দেহ দেখা দেয়। এক পর্যায়ে তারা স্বীকার করতে বাধ্য হয় যে এই অটো ইজিবাইকটি রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে চুরি করে বিক্রি করার জন্য বগুড়া নিয়া যাচ্ছে। তখন অটো সহ ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে আসে।পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম এর নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা ও এএসআই হাবিবুর রহমান এই অভিযান পরিচালনা করেন।গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে এ সংক্রান্তে একটি মামলা রেকর্ড হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭