নুরে আলম হাওলাদারঃ ইলিশ প্রজনন মৌসূমের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ রক্ষায় দেশের সকল নদ নদীতে মাছ ধরার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।আজ নিষেধাজ্ঞার প্রথম দিনে নিষেধাজ্ঞা মেনে শরীয়তপুরের পদ্মা ও মেঘনায় ইলিশ আহরনে কোন নৌকা ভাসায়নি কোন জেলে। শরীয়তপুরের পদ্মা নদীর ২০ কিলোমিটার অভয় আশ্রমসহ ৭০ কিলোমিটার নদীতে আজ ভাসেনি কোন মাছ ধরার নৌকা।স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ সচেতনতামূলক সভা সেমিনারসহ নানা কর্মসূচীর মাধ্যমে জেলেদের সচেতন করে তোলা হয় মাছ ধরা থেকে বিরত রাখতে। এছাড়াও তালিকাভুক্ত সকল জেলেকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ভিজিএফ চাল দেওয়া হয়েছে।গত রাতেই নৌকা জাল নিয়ে ফিরে আসেন সকল পদ্মা নদীর জেলেরা। স্থানীয় সকল মাছের আড়ত ও বাজারে বিক্রি হয় দীঘি পুকুর ও মৎস্য খামারে চাষ করা মাছ। এতে মৎস্য চাষীরা মাছ বিক্রি করার স্থানীয় বাজার পেয়ে লাভবান হয়ে উঠছে। বাজারগুলোতে পাংগাস, রুই,কাতলা চিংড়ি ও কৈ মাছ শিং মাছ সহ নানা প্রজাতীর দেশিয় মাছে ছিল ভরপুর। ছিলনা ক্রেতারও কোন কমতি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭