লিমা আক্তার, ময়মনসিংহ প্রতিনিধি : বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০২৩।আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ।আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিত্ব করছেন আবৃত্তি সংগঠন শব্দকুঞ্জ সদস্য জুবাইয়া কাদের পুষ্প এবং আশয়ারী বিনতে আশরাফ। গোটা বাংলাদেশ থেকে ৬৪ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০জনে স্থান পান তারা।নজরুল বিশ্ববিদ্যালয় কে নিজের কণ্ঠে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজের প্রতিভা তুলে ধরছেন এই ২জন।শব্দকুঞ্জের কোন সদস্যই আশা ভরসা অপেক্ষায় বিশ্বাসী না। কবিতা ধারণ করে কন্ঠে। দিগ্বিদিক প্রতিবিম্বিত হয় কন্ঠ আর কবিতায়।শব্দকুঞ্জ এর প্রশিক্ষক ও পরিচালক জনাব আরিফ হাসান বলেন- আমার ছাত্ররা একজন পারফর্মার।দরদ শ্রম প্রেম আবেগ এর যে নদী তাতে এরা সাঁতার কাটে প্রতিনিয়ত। কবিতা কিন্ত ডুবে না।কবিতা ভাসে।আর যেহেতু আমার ছাত্ররা সাঁতার জানে।তাই তারা ভাসতে জানে।আমি আমার ছাত্রদের শ্রম কে শ্রদ্ধা করি। শব্দকুঞ্জ’র প্রত্যেকটা সদস্যদের জন্য আশীর্বাদ কাম্য।