ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

পলাশবাড়ীতে অভিযানে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৯ সদস্যসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার


সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাগর আহম্মেদ গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দামের একটি ১৬০ সিসি এ্যাপাসি মোটরসাইকেল চুরি হয়। চোর দল এই গাড়িটি মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করেন। এ ঘটনার সাথে জড়িত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গাড়িটিও জব্দ করা হয়।বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী থানা পুলিশ তথ্য নিশ্চিত করেছে।গ্রেফতারকৃতরা হলেন- তাওহিদ (১৯), জাহিদ হাসান (২০), ফরহাদ ইসলাম (২৫), মামুন সরকার (২৭), হৃদয় মন্ডল নুর ইসলাম (২৩), নাজমুল হক (২০), নয়ন সরকার (২৮), মন্টু পাল (৩০) ও মফিজল ইসলাম (৩৫)।পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাতে পলাশবাড়ী এসএম হাইস্কুল মার্কেটের আল মদিনা কাপড়ের দোকানের সামনে থেকে একটি টিভিএস ব্রান্ড এ্যাপাসি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হলে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেল ও অজ্ঞাতনামা চোরদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকে। এরই একপর্যায়ে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে তদন্তে বুধবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন স্থান থেকে ওই চোর সদস্যদের গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গির উদয়পুর গ্রামের তদন্তে সন্দিগ্ধ আসামি মফিজুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তে সন্দিগ্ধ ধৃত আসামিদে বিরুদ্ধে ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। আসামিরা নিয়মিতভাবে পলাশবাড়ী থানা এলাকাসহ বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরি ও ছিইতাই কাজে জড়িত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।