মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি : পঞ্চগড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতটি দাবি নিয়ে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি আজ শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বাবু কল্যাণ কুমার ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু পদ্মলোচন দে। এছাড়া আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পাঁচ থানার নেতৃবৃন্দ। উক্ত গন অবস্থান কর্মসূচির নেতারা জানান সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের প্রতিশ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি।
দাবিসমূহঃ
১. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন
২. বৈষম্য বিলোপ আইন প্রণয়ন
৩. দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন
৪. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন
৫. অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন
৬. পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন
৭. সমতলের আদিবাসীদের জন্য পৃথক কমিশন গঠন ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭