ডেস্ক রিপোর্টঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের খবর পত্রিকার প্রধান সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া’র নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেইজ চালু করেছে অসাধু চক্র। যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে লাইক, কমেন্ট করে যাচ্ছে চক্রটি। এ বিষয়ে, ভোরের খবরের সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূইয়া বলেন,আমার বর্তমানে একটি ফেসবুক আইডি ব্যবহার করছি FL Harun নামে। এই আইডি ব্যতীত কোন ফেসবুক আইডি আমার নেই। একটি অসাধু চক্র আমার সম্মানহানি করতে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেয়প্রতিপন্ন করতেই এই ফেইক আইডিগুলো খুলে ব্যবহার করছে।উল্লেখ্য, ফেইক আইডি ও পেইজগুলো শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।