কেএম সবুজঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের সাভার-আশুলিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আগুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সারাদিন ব্যাপী আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তিনটি স্থানে শত শত নেতাকর্মী নিয়ে সকালে জামগড়ার মোসলেম প্লাজারে, দুপুরে ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও রাতে হাজী ইউনুছ আলী কলেজ মাঠে এই উঠান বৈঠক করা হয়।এসময় প্রধান অতিথি আগুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল ইসলামের উপস্থিতিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূইয়া।এমপি প্রত্যাশী সাইফুল ইসলাম বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধা ও শ্রমিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিসহ সাধারন মানুষের অনুরোধে তিনি মনোনয়ন প্রত্যাশী দলের কাছে। পাশাপাশি সাভার-আশুলিয়াকে পরিকল্পিত নগরী হিসেবে ও বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করতেই ঢাকা-১৯ আসনের মনোনয়ন প্রত্যাশা করেন।তিনি আরও বলেন, সব সময় তৃণমূল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছি। জীবনের এই দীর্ঘ সময় অতিক্রম করে আগামী সংসদ নির্বাচনে এই আসনে আমার দলের থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ কন্যা শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো। আমার চাওয়া থাকবে এলাকার তৃণমূলে যাহারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে দল তাদের মূল্যয়ন করবে। মাননীয় নেত্রীর নিকট আমার এটাই প্রতাশ্যা। পরিশেষে সবার নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের কথা সবার নিকট প্রচার করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সী, আশুলিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস পালোয়ান ও মোঃ ইউনুস খান,সহ প্রমুখ।