শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার গভীর রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জুলিয়াস রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের শিমুলতলা মধ্যপাড়ার মৃত ময়েজ উদ্দিন সর্দার এর পুত্র মোঃ সাইদুল ইসলাম সর্দার কে নিজ বাড়ির পশ্চিম দুয়ারী শয়ন কক্ষ হতে ১ কেজি শুকনা গাঁজা সহ গ্রেফতার করা হয়। এদিকে সুন্দরগঞ্জ থানা পুলিশ এসআই মোঃ ফিরোজ মাহমুদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একই রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুল মিয়ার বাজারের পূর্ব দিকে পুটিমারি গ্রামস্ত নূর মোহাম্মদ এর বাড়ির পূর্ব দিকে নদীর বাতা থেকে আমজাদ মিয়া (৪০)পিতা মৃত আব্দুল মান্নান কে বিভিন্ন প্রকারের ১১ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭