

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনায় আহত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাওঁ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল বেপারী মারা গেছেন। ঢাকার আজগর আলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিংশ্বাস ত্যাগ করেন। সে উপজেলার হাট বালিগাওঁ গ্রামের মৃত আরশেদ আলি বেপারীর ছেলে। এর আগে গত রোববার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তিনি তার নিজ বাড়ি উপজেলার হাট বালিগাওঁ হতে শশুরবাড়ি পাশের ইসলামপুর গ্রামে মটোরসাইকেল যোগে তার গত মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) জন্ম নেওয়া কন্যা সন্তানকে দেখতে যাচ্ছিলেন। পথমধ্যে ইসলামপুর মসজিদের পূর্ব পাশে তার মটোরসাইকেলটি নিয়ন্ত্রন হরিয়ে গাছের সাথে ধ্বাকা লেগে রাস্তার পাশে পরে গিয়ে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকাস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ভর্তির পর হতেই সে লাইফ সার্পোটে ছিলো। পরে আজ মঙ্গলবার রাতে তার মৃত্যূ হয়। মৃত্যূকালে সে তার স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক বলেন, নিহতকে আগামীকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) যোহর নামাজের পরে উপজেলার বালিগাওঁ কলেজ মাঠে জানাজা শেষে বালিগাওঁ কবরস্থানে দাফন করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭