

নুরে আলম হাওলাদারঃ নড়িয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে নড়িয়া উপজেলায় দরিদ্র আসহায় মানুষের মাঝে সেলাই মেশিন ও আথিক অনুদানের চেক বিতরণ করা হয়।
শনিবার দুপরে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বীরকন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ২ শত সেলাই মেশিন ৬০ জনের মাঝে আথিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক নিজাম উদ্দীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও শেখ রাশেদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, মেয়র আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭