ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ খবর

রামগতিতে ইয়াবা সম্রাট শাহাজাহান মাঝি আটক


সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির চর আলগী ইউনিয়নের ইয়াবা সসম্রাট ও একাধিক মাদক মামলার আসামী শাহাজাহান মাঝিকে তিন হাজার ছয়শত পিচ ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর মেহের গ্রামের আজহার মাষ্টার বাড়ীর শাহাজাহানের ঘর থেকে এ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়।থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারের তত্ত্বাবধানে এসআই তাজ উদ্দিন বাহারের নেতৃত্বে এএসআই আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।শাহাজাহান এ এলাকার নুর ইসলামের ছেলে।থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, শাহাজাহান একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে ৩ হাজার ৬ শত পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হই। মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।