

রাবি প্রতিনিধিঃ উদ্বতপূর্ণ আচরণ, দলের মধ্যে আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের একাংশ। তবে এসব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলেছেন সানিন।
বুধবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান মিঠুসহ একাংশ
সংবাদ সম্মেলনে মিঠু বলেন, আমরা নিয়মিত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসি। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে অবস্থিত এনামুলের চায়ের দোকানে বসি। সেখানে পার্শ্ববর্তী অঞ্চল বুধপাড়া থেকে কিছু বহিরাগত এসে দেশীয় অস্ত্র, চাকু, চাপাতি নিয়ে শোডাউন দেয় এবং আমাকে হুমকি প্রদান করে। তারা বলে রাবিতে তুই যদি সানিনের রাজনীতি না করিস তাহলে তোকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাব। পরে জানতে পারি হুমকিদাতা মতিহার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা।
তিনি আরও বলেন, সানিন বেশ কিছু মাদকাসক্ত, ছিনতাইকারী, চিহ্নিত আসামিদের টাকার বিনিময়ে নিয়ে এসে দলের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছেন। আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলীকে সানিনের নেতৃত্বে পার্টি অফিসে লাঞ্চিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সদস্য সচিব সানিনের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং দলের মধ্যে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড যা দলের কার্যক্রমের পরিপন্থী। এ কারণে আমরা সানিন এবং বহিরাগত রানাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি
এই সংবাদ সম্মেলনের বিষয়ে আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সমর্থন আছে কি না এ বিষয়ে জানতে চাইলে মিঠু বলেন, তিনি এ বিষয়ে অবগত আছেন এবং তার সমর্থন রয়েছে।
তবে সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন রাহী। তিনি বলেন, সংবাদ সম্মেলনে আমার কোন সমর্থন নেই। এই সংবাদ সম্মেলন দলের শৃঙ্খলা পরিপন্থী। দলে যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাকে অথবা কেন্দ্রীয় সভাপতি- সাধারণ সম্পাদকে জানাবে।
এসব অভিযোগের বিষয়ে শামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, তাকে যে হুমকি ধামকি দিয়েছে এটার প্রমাণ কি? আর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে এইগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, আহসান হাবীব, সম্রাট আব্দুল লতিব, এম এ তাহের রহমান, সদস্য শেখ নূর উদ্দিন আবীর, আবু সাঈদ, আবির হাসান হিমেল, সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রদল নেতা ও রাবি জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, আমীর আলী হল ছাত্রদল নেতা আর রাফি খান, শামসুজ্জোহা হল ছাত্রদল নেতা জাকির হোসেনসহ ইউনিটের বিভিন্ন হলের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭