জেলা প্রতিনিধিঃ পাবনা জেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহফুজা করিম বিনু’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শামিম আরা মুন্নীর সঞ্চালনায়,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায়, দোয়া মাহফিল এর আয়োজন করেন পাবনা জেলা মহিলা দলের সাবেক নেত্রীবৃন্দ।উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন এবং আগামী আন্দোলন, সংগ্রাম, রাজপথে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকার দিকনির্দেশনা দেন।এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক শবনম মর্জিনা খানম মিতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার, ৮ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি পারভীন আক্তার , ৯নং ওয়ার্ড মহিলা দলের সম্পাদিকা পিরা আক্তার, পাবনা সদর উপজেলা মহিলা দলের অন্যতম নেত্রী আদ্রিকা খান কুসুম, সূবর্ন হালিম,মলিনা খাতুন মুক্তা,জীবুন্নেছা সহ প্রমূখ নেতৃবৃন্দ।

