স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক, প্রেসক্লাব সভাপতি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন হাট- বাজারের ব্যবসায়ীবৃন্দ।জেলা প্রশাসক রেহেনা আক্তার আলু পেঁয়াজ ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ‘ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯’ বাস্তবায়নে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।