স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও জন্মাষ্টমী উপলক্ষে বণাট্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬সেপ্টেম্বর) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়াধাম হতে একটি বণার্ঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আখড়ায় এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ০১ (বাহুবল-নবীগঞ্জ)আসনে এমপি প্রাথী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড: আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব সাব্বির আহমেদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড গতি গোবিন্দ দাস, নবীগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম রায়। হিন্দু সেচ্ছাসেবক মহাজোট হবিগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সদস্য স্বপন রবি দাশ,বাংলাদেশ পূজা উদযাপন কমিটিরসভাপতি সুকেন্দু রায় বাবুল সাধারণ সম্পাদন নিরমেন্দ্র দাশ রানা,হিন্দু, বৌদ্ব, ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ গোবিন্দ জিউ-র আখড়া সভাপতি সুবিনয় কর,সাধারণ সম্পাদক বিধান ধর,নবীগঞ্জ শ্রী শ্রী নরসিংহ জিউর ইসকন মন্দিরের সভাপতি বিপিন বিহারী দাশ,সাধারণ সম্পাদক ব্রজকৃষ্ণ দাস, হরে কৃষ্ণ নামহট্র সংঘ ইসকন নবীগঞ্জ থানার সভাপতি যাদবেন্দ্র কেশব দাস সাধারণ সম্পাদক ও৪নং ওয়াড কাউন্সিলর যুবরাজ গোপ, পারমাথিক মিত্র সংঘ সভাপতি গোপাল দাশ,সাধারণ সম্পাদক দিপু দাশ,লোকনাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি সুকেন্দ্র পুরকাস্ত, সাধারণ সম্পাদক সাধন দাশ,বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের (বি,আর,ডিসি)আহবায়ক বিজয় রবি দাশ।হিন্দু মহাজোট সভাপতি সৌরভ দাস,সাধারণ সম্পাদক মিল্টন দাস,সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মদিন। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ এই দিনটি সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উক্ত অনুষ্ঠানে জেলা উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী-পরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এদিকে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বণার্ঢ্য র্যালী ও শোভাযাত্রা উপলক্ষে জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্হা জোরদার করে।