

বাবু হাওলাদার টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০সেপ্টেম্বর) হাসাইল বানারী ইউনিয়নের নগরজোয়ার খেয়াঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ এর এসআই মজিবর বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯৯৯ এ খবর পেয়ে টঙ্গীবাড়ী থানার ওসি স্যার বিষয়টি চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ কে অবগত করেন পরে আমরা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। ৫ ফুট ৫ ইঞ্চি লাশের পরনে ছিলো হাফ হাতা ব্লু রং এর গেঞ্জি ও কালো রং এর গ্যাবাটিং প্যান্ট।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: রাজিব খান জানান,নদীতে লাশ ভাসার খবরটি ৯৯৯ ফোন কলের মাধ্যমে জানতে পারি পরে ঘটনাস্থলে নৌ-পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭