ফখরুল ইসলাম বিপ্লবঃ সিলেটের কানাইঘাট উপজেলা ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পারকুল গ্রামের রইছ মিয়া সাহেবের ছেলে ফখরুল ইসলাম জকিগঞ্জ-সিলেট রোডে আজ ( ১০ সেপ্টেম্বর, ২০২৩ ) রোজ শনিবার নিজ কর্মস্থল সুরুরঘাট থেকে বাড়িতে আসার পথে অটোরিকশা সিএনজির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হোন।দুর্ঘটনায় ১জন (ফখরুল ইসলাম) নিহত, সিএনজিতে থাকা বাকি সবাই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিলেটের জকিগঞ্জ-সিলট রোড, কানাইঘাট টু সিলেট বুরহান উদ্দিন রোড সহ বিভিন্ন রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। এইসব রাস্তা যথাযথ চলাচলের উপযুক্ত নয়, তারপরেও অত্র এলাকার মানুষ নিত্য দিনের কাজকর্ম করার জন্য যাতায়াত করতে হচ্ছে। প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীগণ। স্থানীয় জনগণের দাবি অবলম্বে সড়কগলো মেরামাত করে চলাচলে ব্যবস্থা করা হোক।সড়ক দুর্ঘটনায় নিহত ফখরুল ইসলাম তিন কন্যা সন্তানের জনক, দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। একসময় ছাত্রদলের ছাত্ররাজনীতি করেছেন, বিএনপি’র রাজনীতি ছেড়ে বর্তমান আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে কানাইঘাট উপজেলার একজন পরিচিত মানুষ। এলাকার সকলের পরচিত মুখ, অত্যন্ত নম্র ভদ্র বন্ধুত্ব সুলভ ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর শুনার সাথে সাথে এলাকার শোকের ছায়া নেমে আসে। তাঁর এই অকাল মৃত্যুতে রাজাগঞ্জ ইউনিয়নের সকল মানুষ শোকাহত।

