স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ চুনারুঘাট সড়কের উবাহাটা সরদার বাড়ি এলাকায় দূর্গাপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা ও শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ে সিএনজি চালকসহ ০২জন নিহত। এ সময় সিএনজি চালক জামাল মিয়া (২২) ঘটনাস্থলেই মারা যান। নিহত জামাল মিয়া চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামের রফিক মিয়ার ছেলে। গুরুতর আহত যাত্রী ফরিদ মিয়া (৪০) কে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্হায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। হবিগঞ্জ সদর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নিয়ে যাওয়ার সময় রাস্তায় গুরুতর আহত ফরিদ মিয়া মারা যান। নিহত ফরিদ মিয়া চুনারুঘাট উপজেলার রঘুরামপুর গ্রামের কাছম আলীর ছেলে।সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭