শাহাব উদ্দীন (রাফেল) নিজস্ব প্রতিনিধিঃ আমরা করবো জয়,আমরা করবো জয় নিশ্চয়ই আহা বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করবো জয় নিশ্চয় ভূপেন হাজারিকার গানের লাইন গুলোর মত জয়ের এক বুক আশা নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।আজ (শনিবার) সকাল ৯ টায় সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ফাইনাল খেলা শুরু হয় উক্ত খেলায় চাপা অঞ্চলের চ্যাম্পিয়ন হয় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।মহিমাগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রতিপক্ষ হিসাবে মাঠে নামেন গোলাপ অঞ্চলের চ্যাম্পিয়ন পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়।পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়। ম্যাচে একটি করে গোল করে দুর্দান্ত ফর্মে থাকা লিমন, শাওন ও শাকিল।৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বিভাগে জাতীয় পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হয় লীগ ভিত্তিক। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।আজকের ফাইনাল খেলায় শুরু থেকেই প্রতিপক্ষ দলের উপর একের পর এক আক্রমণ চালায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়েরা। ম্যাচের ৩৬ মিনিট সময়ে গৌরব কর্মকার লিমনের অসাধারণ গোলে প্রথমার্ধে ১-০ গোলের দেখা পায় মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।ম্যাচের দ্বিতীয়ার্ধে স্ট্রাইকার শাওন দুর্দান্ত এক গোল করে। ম্যাচের ঠিক শেষ দিকে আর একটি গোল করে দলের জয় নিশ্চিত করে শাকিল। সেই সাথে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন ঘোষিত হয়। মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়।মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ বলেন এই অর্জন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এই জয় মহিমাগঞ্জ গাইবান্ধা বাসির।এ দিকে এই জয়ের কারনে স্থানীয়দের মাঝে চলছে আনন্দের ছড়াছড়ি।

