

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় বাস ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যান্ডকাফ, ২টি মোটরসাইকেল ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), শাহীন আলম (৩২) ও সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরজাহান মোড়ে এক অভিযান পরিচলনা করা হয়। বাস ডাকাতির প্রস্তুতিকালে উল্লেখিত সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তাদের দলে থাকা ওই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মোতাবেক পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া এই আসামিদের বিরুদ্ধে আরও একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, ধ্রæব জ্যোতিময় গোব, ডিবি ওসি মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান প্রমুখ।
শহিদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা)প্রতিনিধিঃ জমিজমার বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাট
শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ায় হাফিজার রহমান, তার সন্তান কর্তৃক বসতবাড়িতে হামলা, ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটাপাাটের অভিযোগ উঠেছে। তাদের ভয়ে পরিবারের লোকজন নিরাপত্তার জন্য অন্যত্র পালিয়ে রয়েছে। এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ফেরদৌস আরা।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গাইবান্ধা পৌরসভার ১নং ওয়ার্ডের ডেভিড কোম্পানীপাড়ার স্বামী মোকবুল হোসেনের স্ত্রী ফেরদৌস আরা (৫০) সাথে প্রতিবেশী ছোবহান সরকারের ছেলে হাফিজার রহমানের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার হাফিজার রহমানের লোকজনের সাথে ফেরদৌস আরা ও তার পরিবারের সাথে ঝগড়া হয়। এসময় হাফিজার ও তার সন্তানেরা লাঠি, লোহার রড ও সাবলসহ দলবদ্ধ হয়ে ফেরদৌস আরার বাড়িতে জোর পূর্বক ঢুকে বাড়ির প্রাচীর, গেট, জানালা ভাংচুর, নগদ ৩ লক্ষ টাকা এবং দেড় ভরি ওজনের স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে আসামীদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭